শাহরাস্তিতে স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় শিশু কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
৩০ এপ্রিল শনিবার সকালে সংগঠনের পক্ষ থেকে ১২০ জন শিশু-কিশোরদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে নেতৃবৃন্দ।
সংগঠনের সভাপতি মোঃ মহিবুল্লাহ মুহিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মোঃ এমরান হোসেন সাদ্দাম এবং সহ-সভাপতি সাফায়েত হোসেন সোহাগের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান।
এসময় উপস্থিত ছিলেন, সহ-সভাপতি রিয়াদ হোসেন, মোঃ সাইফউদ্দিন ভূঈয়া, দপ্তর সম্পাদক হাসান আহমেদ, সহ-দপ্তর সম্পাদক অবুল বাসার, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত চক্রবর্তী, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ফাহাদ, কার্যকরী পরিষদের সদস্য ফয়েজ আহমেদ, ওমর ফারুক, মোঃ ফারুক হোসেন, জামান মিঠুন, আরিফ অর্ণব, মাহফুজুল আলম, মাজহারুল ইসলাম শাওন, রাফি, ফারুক এবং অর্গানাইজিং কমিটির সদস্য আবু মুছা আল শিহাব, তামিম, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, সজীব ও রিফাতসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সজাগের এই আয়োজন অত্যান্ত প্রসংশনীয়। জনসচেতনতা মূলক এধরনের আয়োজনগুলো অসহায় মানুষের স্বপক্ষে কাজ করে। জনপোকার মূলক কাজের জন্য তিনি সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতে এমন মহৎ কাজগুলো চালিয়ে যেতে সংগঠনের নেতৃবৃন্দকে উদ্বত্ত আহ্বান জানান তিনি।
সংগঠনের সভাপতি মোঃ মহিবুল্লাহ মুহিব বলেন, শিক্ষিত, মেধাবী, নির্লোভ ও নিরলস একজাঁক তরুনকে নিয়ে গঠিত এই সংগঠনটি জন স্বার্থে নিরন্তর কাজ করে যাচ্ছে। অসহায় ও গুরুতর রোগিকে বিনা মূল্যে রক্তদান, অসহায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী, হত-দরিদ্র পিতার কন্যা দায়গ্রস্ততা নিরসনে বিবাহ ব্যবস্থা, গরীব রোগিদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন সহায়তা করাই উক্ত সংগঠনের মূল কাজ।
এধরনের সামাজিক কাজে সহায়তা করার জন্য সমাজের বিত্তবান, দানবীর, শিক্ষানুরাগী ও সমাজ সেবক সকলের প্রতি উদ্বাত্ত আহ্বান জানান তিনি।