মাননীয় পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে চাঁদপুর জেলার প্রত্যেকটি থানায় একযোগে অসহায়, এতিম, দুস্থ ও তৃতীয় লিঙ্গের মাঝে প্রায় দুই হাজার প্যাকেট ঈদ উপহার সামগ্রী বিতরণ করে জেলা পুলিশ, চাঁদপুর।
আজ শনিবার পুলিশ লাইন্স, চাঁদপুর ড্রিলশেডে তিন শতাধিক অসহায়, এতিম, দুস্থ ও তৃতীয় লিঙ্গের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) মহোদয়।
মাননীয় পুলিশ সুপার মহোদয় জানান, জেলা পুলিশের পক্ষ থেকে আমরা প্রতি বছর দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে থাকি। চাঁদপুরের অসহায় মানুষের মুখে হাসি ফুটাতে জেলা পুলিশ, চাঁদপুর পরিবার তার সর্বোচ্চ প্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পাশাপাশি অসহায় মানুষের সুখ দুঃখের ভাগীদার হতে চাই। পবিত্র ঈদুল ফিতর উৎসব সকলে যেনো হাসিমুখে উদযাপন করতে পারি, তারই সামান্য প্রয়াস জেলা পুলিশ, চাঁদপুরের। জেলা পুলিশ, চাঁদপুরের এই মানবিক কার্যক্রমের ধারা ভবিষ্যৎ’তে ও অব্যাহত থাকবে।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মোহাম্মদ মঈনুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আসিফ মহিউদ্দীন পিপিএম, চাঁদপুর’সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও চাঁদপুর প্রেসক্লাব সভাপতি জনাব গিয়াস উদ্দিন মিলন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।