চাঁদপুর জেলা পুলিশের সদর সার্কেল আসিফ মহিউদ্দীন হুশিয়ারী উচ্চারন করে বলেছেন চাঁদপুর লঞ্চ ঘাট, বাসস্ট্যান্ড রেলওয়ে স্টেশন সহ যেকোন যায়গায় কোন প্রকার যাত্রী হয়রানি যেকোন অব্যাবস্থাপনা দেখাগেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এব্যপারে কোন ছার নয়। তিনিআসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চের যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া এবং যাত্রী সাধারণের হয়রানি থেকে নিরাপদ রাখার জন্য জেলা আইন-শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা যায়।২৯ এপ্রিল, শুক্রবার রাত সাড়ে আটটায় চাঁদপুর লঞ্চ ঘাটে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন (পিপিএম) বার পরিদর্শনে গিয়ে যাত্রীসাধারণ হতে অতিরিক্ত ভাড়া না নেওয়ার জন্য সিএনজি এবং অটো রিক্সার ড্রাইভারদের কঠিন হুশিয়ারি দেন। ওই সময় আইনশৃঙ্খলা জোরদার করার জন্য সংশ্লিষ্ট দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন। যাতে করে যাত্রী সাধারণ হয়রানির শিকার না হয়। যথাসময়ে লঞ্চ ছাড়ার বিষয়ে বি আই ডব্লিউটিএ’র দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলেন।এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর মডেল থানার (ভারপ্রাপ্ত) অফিসার ইনচার্জ আব্দুর রশিদ,নৌ থানার ওসি কামরুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর জহিরুল ইসলাম, নৌ থানার এসআই বেলাল প্রমুখ।