আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২২ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা ভিজিএফ কার্ডের বিপরীতে ছাগলনাইয়া পৌরসভার জন্য ৪ হাজার ৬ শত ২১ জন অসহায় পরিবারের সদস্যদের জন্য দশ কেজি চাউল বরাদ্দ দিয়েছে। এই ত্রাণ সামগ্রী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে অসহায়, গরীব, দুস্থ মানুষের মাঝে স্বচ্ছ ভাবে বিতরণ করে আসছে ছাগলনাইয়া পৌরসভার মানবিক মেয়র মোহাম্মদ মোস্তফা। ছাগলনাইয়া পৌরসভাধীন সকল ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ঈদ উপহার সুষম বন্টন করে পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফাকে ধন্যবাদ জানান সুবিধাভোগী পরিবারগুলো।এবিষয়ে ছাগলনাইয়া পৌরসভার মেয়র মোহাম্মদ মোস্তফা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানিবক সহায়তা ভিজিএফ কার্ডের বিপরীতে যে দশ কেজি চাউল বরাদ্দ দিয়েছে ইতিমধ্যে পৌরসভার ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের অসহায়, গরীব, দুস্থ পরিবারের জন্য ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়ের দিক নির্দেশনা অনুযায়ী স্বচ্ছ ভাবে বিতরণ করেছি। তিনি আরো জানান, শেখ হাসিনার মূলনীতি, গ্রাম শহরের উন্নতি” এই প্রতিপাদ্যকে বুকে লালন করে পর্যায়ক্রমে অন্যন্য ওয়ার্ডেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার গরীব, দুস্থ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী স্বচ্ছভাবে বিতরণ করা হবে ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক’র প্রতিনিধি ছাগলনাইয়া উপজেলা বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, পৌরসভার কাউন্সিলর বৃন্দ, সুশীল সমাজ ও পৌর কর্মকর্তা কর্মচারী।