ডেমরার অপহৃত নবম শ্রেণীর ছাত্রকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার /রাজধানীর ডেমরা থেকে অপহৃত নবম শ্রেণীর ছাত্র ইরফান মাহতাব মাহিমকে (১৬) নারায়ণগঞ্জের সদর থানা বাস স্ট্যান্ড এলাকা থেকে বুধবার বিকালে উদ্ধার করেছে ডেমরা থানা পুলিশ। এ সময় রাশেদুল (২৯) ও পারভেজ (৩৪) নামে অপহরণের সঙ্গে জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়েছে।গত মঙ্গলবার (২৬ এপ্রিল) বন্ধুর বাসায় ইফতার করতে যাওয়ার পথে ডেমরার পূর্ব বক্সনগর এলাকা থেকে অপহরণ হয় মাহিম। সে ওই এলাকার হাজেরা ভিলার ভাড়াটিয়া ও কুমিল্লার ভ্রাহ্মনপাড়া থানার চন্ডিপুর গ্রামের মৃত মনিরুল ইসলামের ছেলে। এ বিষয়ে অপহৃতের মা হালিমা বেগম (৪৬) বুধবার বেলা ১১ টার দিকে ডেমরা থানায় অজ্ঞাতনামা কয়েকজন অপহরণকারীর বিরুদ্ধে মামলা করেন।
বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, তিতাস গ্যাস আদর্শ উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্র অপহরণ হওয়ার পর তার মোবাইল থেকে তার মাকে কল করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। অন্যথায় মাহিমকে মেরে ফেলার হুমকি দিয়ে দু’টি বিকাশ নম্বর দেয় অপহরণকারীরা। এদিকে বুধবার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাহিমকে উদ্ধারসহ দুই জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে পাঠানো হবে এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।