দিনাজপুর শহরের ঘাসিপাড়াস্থ বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি)-দিনাজপুর শাখার আয়োজনে এফপিএবি’র এস এ বারী এটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ফার্মেসী মালিকদের নিয়ে এফপিএবি’র সমন্বয় সভা।
২৬ এপ্রিল, ২০২২ মঙ্গলবার সকাল ১১টায় এফপিএবি-দিনাজপুর শাখার সভাপতি প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী’র সভাপতিত্বে গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ফার্মেসী মালিকদের নিয়ে এফপিএবি’র সমন্বয় সভার কার্যক্রম শুরু করা হয়।
সভায় এফপিএবি’র কার্যক্রমের উপর গঠনমূলক বক্তব্য রাখেন এফপিএবি’র জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফপিএবি-দিনাজপুর শাখার কোষাধক্ষ্য শাহ্ ইয়াজদান মার্শাল। আরো বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. মজিদা খাতুন।
যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং জরুরী প্রসব সেবাসহ এফপিএবি বিভিন্ন প্রকার কার্যক্রম এর উপর বিশদভাবে আলোচনা করেন এফপিএবি-দিনাজপুর শাখার প্রোগ্রাম সমন্বয়কারী মো. শাহীনুর ইসলাম।
এফপিএবি’র প্রোগ্রাম সমন্বয়কারী মো. খাদেমুল ইসলাম এর প্রানবন্ত সঞ্চালনায় সমন্বয় সভায় অংশগ্রহণকারী গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও ফার্মেসী মালিকদের প্রতিনিধিরা হলেন – বাবু ফার্মেসী’র ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান, মাধবপুর হাটের ডাঃ মোঃ ইউসুফ আলী মানিক, সদর হাসপাতাল মোড়ের ডাঃ মোঃ নুর ইসলাম নাহিদ, রাবেয়া ফার্মেসি’র এম আমিনুল ইসলাম, ঘাসিপাড়া ডাবগাছ মসজিদের পাশে মো. আবেদ আলী, শিফা ফার্মেসি’র মোঃ আব্দুল বাতেন, নুরজাহান মেডিক্যাল স্টোরের মোঃ আব্দুর রউফ, রামনগরের ডাঃ মোঃ আরমান, দৈনিক আজকের প্রতিভার স্টাফ রিপোর্টার মো. মিজানুর রহমান (ডোফুরা), পল্লী চিকিৎসক মো. গোলাম মোস্তাফিজুর রহমান, আরএমপি মোঃ হাসান আলী, আরএমপি ডাঃ ওবাইদুর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী বলেন, এফপিএবি-দিনাজপুর শাখায় এখন স্বয়ংসম্পন্ন ল্যাবরেটরী রয়েছে। এক্স-রে, ইসিজি, আলট্রাসনোগ্রাম সহ বায়োকেমিস্ট্রি ও হেমোটোলোজিক্যাল সহ সকল পরীক্ষা আধুনিক যন্ত্রপাতি দিয়ে করা হচ্ছে। নরমাল ডেলিভারী কার্যক্রম চলমান রয়েছে। আগামীতে সিজারিয়ান সেকশন চালুর পরিকল্পনা রয়েছে।