কলেজ প্রতিনিধিঃ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিন্ম আয়ের মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে রাজধানীর কবি নজরুল সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা।
রবিবার (২৪ এপ্রিল) সকাল ১১ টায় কবি নজরুল কলেজের মূল ফটক, বাহাদুর শাহ পার্ক,সদরঘাট লঞ্চ টার্মিনাল,ঢাকা জেলা জজ কোর্ট সহ পুরান ঢাকার বিভিন্ন এলাকায় ঈদ সামগ্রী বিতরণ করেন শিক্ষার্থীরা।
সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করা শিক্ষার্থীদের উৎসাহ দিতে কলেজের অধ্যক্ষ অধ্যাপক আমেনা বেগম ঈদ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক সমিতির সম্পাদক অধ্যাপক এবিএসএ সাদি মোহাম্মদ, ইংরেজি বিভাগের অধ্যাপক মিলকী মুগনী, কবি নজরুল কলেজ সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক আতিক হোসেন শুভ সহ ইংরেজি বিভাগের শিক্ষার্থী মোঃ সাব্বির, এইচ এম ফরহাদ, লিমন হোসন, এ কে এম আব্দুল্লাহ সহ সাধারণ শিক্ষার্থীরা।
অধ্যক্ষ আমেনা বেগম বলেন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা থেকে ওরা যা করেছে নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমাদের সকলের উচিত ছিন্নমূল অসহায় মানুষদের সাহায্য করে তাদের মুখে হাসি ফুটানো।
এছাড়াও ইংরেজি বিভাগের অধ্যাপক মিককী মুগনী বলেন শিক্ষার্থীরা নিজেরা চাঁদা তুলে এমন মহৎ উদ্যোগকে সাদুবাদ জানান এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান করেন।