আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁ আত্রাইয়ে আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী মোঃ অনিক ইসলাম, আত্রাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তাল মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ কাজী রহমান, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার, সাংবাদিক মুজাহিদ খাঁন, সাংবাদিক ওমর ফারুক, সাংবাদিক রুহুল উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে লিখিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না। জাতির পিতার এ স্বপ্ন পূরণের লক্ষে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ উপলক্ষে ঘোষণা করেছেন “বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না”।
মোঃ ইকতেখারুল ইসলাম আরো জানান, এই প্রকল্পের আওতায় উপজেলায় ১ম পর্যায়ে ১৭৫ টি, ২য় পর্যায়ে ১০টি, ঘর হস্তান্তর করা হয়েছে। তৃতীয় পর্যায়ের উপজেলা মনিয়ারী ইউনিয়নে ৩২ টি ঘর বাস্তবায়ন করা হয়েছে।
তিনি আরো জানান, আগামী ২৬ এপ্রিল বেলা ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে তৃতীয় পর্যায়ে জমি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনের লক্ষে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
সামসুজ্জামান সেন্টু
আত্রাই উপজেলা প্রতিনিধি