রাজধানীর নিউমার্কেটে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যকার সংঘর্ষের ঘটনায় স্থবির হয়ে পড়েছে নিউমার্কেটসহ আশপাশের প্রায় ৪৫টি মার্কেটের বেচাকেনা। ঈদের আগে বেচাকেনা বন্ধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রায় দুই লাখ ব্যবসায়ী। দেড় দিন ধরে চলা এই সংঘর্ষে বন্ধ রয়েছে ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে ২০০ কোটি টাকার বেশি ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার (১৯ এপ্রিল) রাতে এই আশঙ্কার কথা জানান বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন। তিনি বলেন, ছাত্ররা আমাদের সন্তানের মতো, তাদের সঙ্গে আমাদের সংঘর্ষ হবে কেন? এখানে অবশ্যই কোনো ষড়যন্ত্র আছে। ব্যবসায়ীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। দেড়দিন হলো তার ব্যবসা করতে পারছে না। যেহেতু সামনে ঈদ, এই সময় দোকান বন্ধ থাকলে বড় ধরনের ক্ষতিতে পড়বে ব্যবসায়ীরা। নিউমার্কেটকেন্দ্রিক ২০টি মার্কেট রয়েছে। এছাড়া এ্যালিফ্যান্ট রোডেও অনেক মার্কেট। ব্যবসায়ীর সংখ্যা হবে প্রায় দুই লাখ। ব্যবসা বন্ধের ফলে ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে ২০০ কোটি টাকার মতো। তবে এই মুহুর্তে সঠিক ক্ষতির পরিমাণ বলা কঠিন। বৃহত্তর এ্যালিফেন্ট রোড দোকান-মালিক সমিতির সভাপতি মো. তৌফিক আহসান বলেন, ঈদের আগে মার্কেটগুলো বন্ধ থাকাতে আমাদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। এ মুহূর্তে ঠিক কতো টাকার ক্ষতি হয়েছে সেটা বলা মুশকিল। গত দুইবছর করোনার জন্য ব্যবসা-বাণিজ্য বন্ধ ছিল। দুই বছর পর একটা ব্যবসার মৌসুম এসেছে। এখন যদি ব্যবসা বন্ধ রাখতে হয় তাহলে ব্যবসায়ীরা কয়েক হাজার কোটি টাকার লেনদেন কার্যক্রম হবে না।