প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে পাঠদান
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়ন ৮২ নং দরিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রধান শিক্ষকের অফিসকক্ষেই চলছে পাঠদান কার্যক্রম।
মঙ্গলবার দুপুরে সরজমিনে দেখা যায়, বিদ্যালয় প্রধান শিক্ষক রওশন আরা বেগমের অফিস কক্ষে একাধিক আলমারি দিয়ে শ্রেণিকক্ষের অর্ধাংশ ঘেরা রেখে পাঠদান কর্মসূচি চালিয়ে যাওয়া হচ্ছে। জানা যায় অফিস কক্ষে পাঠদান কর্মসূচি চালু রাখায় শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে রয়েছে যেমন অমনোযোগী, তেমনি অফিস কার্যক্রমেও ঘটছে বাধাবিঘ্ন। প্রধান শিক্ষক জানান দুইটি শ্রেণিকক্ষে চারটি ক্লাস পালিয়ে যাওয়া হচ্ছে দীর্ঘদিন ধরে। শ্রেণিকক্ষের অভাবে অফিস কক্ষের কিছু অংশ শ্রেণিকক্ষ হিসাবে ব্যবহার হচ্ছে। ও বিদ্যালয় মোট শিক্ষার্থী আছে ৫০ জনের অধিক। নতুন ভবন নির্মাণের বাজেট ফেরত দেয়া হয়েছে স্কুলের ভরাট জায়গা না থাকায়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মমতাজ বেগম জানান বিদ্যালয়ের নামে ভূমি না থাকায় ভবন নির্মাণের প্রায় এক কোটি টাকা ফেরত দেয়া হয়েছে । বিদ্যালয়ের নামে লিখিত জায়গা খাস ভূমি হওয়ায় স্থায়ী ভবন নির্মাণে আইনি জটিলতা রয়েছে।