” পুলিশের ঈদ “
এম এ আলী @ আগুন।
কবে যেন কুরবানির ঈদ
একথা নাই আদো মনে,
তবুও কেন এত হাসি
লেগে থাকে সবসময় মুখে।
পরপর কতগুলো ঈদ
চলে গেল জানিনা,
হিসাবে কি আর রাখা যায়
তাই তো আর গুনি না।
পুলিশের ঈদ এটা শুধু
কথার কথা,
কত ঈদ যে চলে যায়
দিয়ে যায় শুধু ব্যথা।
পরিবার পরিজন কাদে
নিরবে গ্রামের বাড়ি,
কেউ কি আর দেখার আছে
দিবে কে বা ছুটি।
কত কষ্টে পড়ে থাকে যে
পুলিশ পরিবার,
তারা ভাবে এই বুঝি ঈদে
ছুটিতে আসবে এবার।
পরিবারের কান্না শুনে
শুধু দেই তাদের শান্তনা,
আমিওতো বুক ভরা কষ্টে
তারা বলে তুমি কি আসবে না।
তবুও এমনি ভাবে হেসে
বুক ভরা কান্নাকে নিয়ে,
নিথর পাথরের মত থাকি
দেই না যে কোনভাবে বুঝতে।
এতকিছুর মাঝে কেন যে
মুখে মুসকি হাসি,
দুঃখ ভরা হৃদয় যাদের
অন্তরে বেদনার বাঁশি।
সবকিছুর মাঝেও
পরিবারকে দাও শান্তনা,
ঈদ আনন্দ যে সবার নয়
এটা তাদের বুঝতে দিওনা।
নিজের দায়িত্বের কথা
ভুলা যাবে না কভু,
তিঁনিই করবেন সব ঠিক
আছেন আমাদের মহান প্রভু।।।।