নৌবহরের ফ্ল্যাগশিপ যুদ্ধজাহাজ ‘মস্কভা মিসাইল ক্রুজার’ ডুবে যাওয়া প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যারা বলে সমুদ্রের তলদেশে থাকার পরও রাশিয়ার যুদ্ধজাহাজ চলতে পারে, তারা এবার দেখুক। শুক্রবার (১৫ এপ্রিল) এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে। ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ৫০ দিন পেরিয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে দেয়া এক ভাষণে এই ৫০ দিন যুদ্ধ করে টিকে থাকার জন্য দেশবাসীকে প্রশংসায় ভাসিয়েছেন জেলেনস্কি। প্রসঙ্গত, কৃষ্ণসাগরে রাশিয়ার বৃহৎ ও মর্যাদাপূর্ণ এ জাহাজটি কীভবে তলিয়ে গেছে তা নিয়ে দুই রকম দাবি করেছে কিয়েভ আর মস্কো। কিয়েভের দাবি, যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইউক্রেন। তবে রাশিয়া ‘মস্কভা মিসাইল ক্রুজার’ নামে ওই যুদ্ধজাহাজে বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার কথা নিশ্চিত করেছে। যদিও এর কারণ হিসেবে তারা ইউক্রেনীয় বাহিনীর হামলার কথা স্বীকার করেনি। যদি ইউক্রেনের দাবি সত্যি হয়, তাহলে ১২,৪৯০ টন ওজনের মস্কভা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিপক্ষের হামলায় ডুবে যাওয়া সবচেয়ে বড় রুশ যুদ্ধজাহাজ। ইউক্রেন যুদ্ধে এ নিয়ে দুইটি যুদ্ধজাহাজ হারাল রাশিয়া।