গজারিয়ায় ডিজিটাল সেবা ও পুলিশিং সেবা গহন সম্পর্কে আলোচনা -ওসি রইস উদ্দিন এর
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় প্রতি শুক্রবার মসজিদভিত্তিক জুম্মা নামাজের পূর্ব সময় মুসল্লিদের মধ্যে এবং স্থানীয় এলাকাবাসীকে ডিজিটাল সেবা ও পুলিশিং সেবা সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য রাখেন গজারিয়া থানা অফিসার ইনচার্জ, মোঃ রইছ উদ্দিন।
বক্তব্যের শুরুতে তিনি বলেন পুলিশ বাহিনীর আইজি,মহোদয় এবং মুন্সীগঞ্জ জেলা, পুলিশ সুপারের নির্দেশনায় সকল মানুষকে ডিজিটাল সেবা গ্রহণ ও পদ্ধতিতে আগ্রহী করে, পুলিশ ও জনগণের মধ্যে বন্ধুসুলভ সম্পর্ক প্রতিষ্ঠার লক্ষ্যে দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল স্বপ্নকে বাস্তবায়ন করতে গণসচেতনতামূলক এবং সমাজ ও দেশের কল্যাণে ,পুলিশ সকল মানুষের বন্ধু ও সেবক হিসেবে কাজ করছে।
মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে পদকপ্রাপ্ত, গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন,শুক্রবার ১৫ এপ্রিল গজারিয়ার জনবহুল অন্যতম ভবেরচর বহুমুখী সমবায় সমিতি মার্কেট বাস স্ট্যান্ড জামে মসজিদে জুম্মা নামাজের পূর্ব সময়ে এই বক্তব্য প্রদান করেন।
অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, বক্তব্যে পুলিশিং সেবার
বিস্তারিত ব্যাখ্যা, ডিজিটাল পদ্ধতি ও সেবা গ্রহণ প্রক্রিয়ায় মানুষ নিজ নিজ অবস্থানে থেকে যে কোনো সেবা গ্রহণ সম্ভব এবং থানা ফেসবুকে মেসেজ দিয়ে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ, মোবাইল ফোন অথবা থানায় যোগাযোগের মাধ্যমে তকদির বিহীন কোন টাকা-পয়সা খরচ বিহীন সেবা দেয়া হচ্ছে এবং জনগণ তাতে উপকৃত হচ্ছে।
পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে অনাকাংকিত ও অপ্রত্যাশিত ঘটনা প্রতিরোধে যেকোনো সময় ও যেকোনো অবস্থা থেকে পুলিশিং সেবা গ্রহণ করে সমাজে অপরাধ অন্যায় অত্যাচার প্রতিরোধ সম্ভব । তিনি আরও বলেন আমি গজারিয়া থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ ক্লিয়ারেন্স ,জিডি ,অভিযোগ ,পাসপোট ভেরিফিকেশনসহ থানা ভিত্তিক অন্যান্য সেবা দালাল ও তকদির বিহীন,টাকা বিহীন সেবা দেয়া হচ্ছে এবং তা অব্যাহত থাকবে ।