৯নং তোরাবগঞ্জ ইউনিয়নের তোরাবগঞ্জ গ্রামের গ্রামের বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আব্দুল রাজ্জাক চৌধুরী বাড়ির সংলগ্ন ইউসুফ আলীর ছেলে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) আনুমানিক দুপুর ১, ৩০মিঃ দিকে পুকুর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
তার বড় ভাই সহ খেলার সাথীদের মাধ্যমে পরিবারের স্বজনরা জানতে পারেন খেলতে গিয়ে পর্বতের মোড় সরকারি পুকুরে পড়ে ডুবে যায়।
স্বজনরা এসে অনেক খোঁজা খুঁজির পর সিয়ামকে না পেয়ে কমলনগর ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেন।
ফায়ার সার্ভিসের সদস্যরা দুপুর ২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অনেক খোঁজাখুঁজির পর ব্যর্থ হয়ে চাঁদপুর ফায়ার সাভির্সের ডুবুরি দলকে খবর দেন। এরপর ডুবুরিদলের সদস্যরা সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে অবশেষে সিয়ামের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে কমলনগর ফায়ার সার্ভিসের লিডার আবু জাফর তালুকদার বলেন আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় ৫ ঘণ্টা চেষ্টায় পুকুর থেকে শিশু সিয়ামের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করি, অপরদিকে দিঘির পাড়ে এক হৃদয়বিদারক দৃশ্য নামিয়ে আসে উল্লখ্য হাজার হাজার পুরুষ মহিলা পানি খেয়ে ইফ্তার করেন , বাদ পড়েনি ৯ নং তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা আশরাফুজ্জামান রাসেল, মৃতদেহটি পাওয়া পর্যন্ত ছাড়েনি জায়গা খোঁজ খবর সহ দাপন সম্পন্ন হওয়া পর্যন্ত করেছেন তদারকি,, হাজার হাজার মানুষের মুখে একটি কথা নেই রাজনৈতিক কোনো প্রতি হিংসা, নিজের অর্থ সমার্থক বিলিয়ে দিয়ে উদারতাদৃষ্টান্ত স্থাপন করেছেন,, তরুণ চেয়ারম্যান, আগামী দিনগুলিতে এই অব্যাহত ধারা বজায় রাখার জন্য আশা করেন এলাকা বাসি,,