ধাও গান, প্রাণভরা ঝড়ের মতন ঊর্ধ্ববেগে
অনন্ত আকাশে।
উড়ে যাক, দূর যাক বিবর্ণ বিশীর্ণ জীর্ণ পাতা
বিপুল নিশ্বাসে…..(কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর)…..
পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন চাঁদপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিলন মাহমুদ বিপিএম(বার) মহোদয়। মঙ্গল শোভাযাত্রা শেষে লোকজ মেলা পরিদর্শন ও বর্ষবরণ অনুষ্ঠানে মাননীয় পুলিশ সুপার মহোদয় উপস্থিত ছিলেন।
বাংলা নববর্ষে বাঙালির অসাম্প্রদায়িক দিকটা ফুটে ওঠে। বাংলাদেশ, ভারত ও প্রবাসী বাঙালির মধ্যে প্রাণ-সঞ্চারিত হয়। বেশ কিছু নতুন বিষয় সংযুক্ত হয় পয়লা বৈশাখকে ঘিরে। বাঙালির এই উৎসব অসাধারণ বৈশিষ্ট্যময়। বাংলা নববর্ষের এ ঐতিহ্য মাটি ও মানুষের সঙ্গে সরাসরি জড়িত; এখানে কোনো জাতিভেদ ও ধর্মভেদ নেই। শহর-গ্রামে তরুণ-তরুণী, যুবক-যুবতীসহ আবাল-বৃদ্ধ-বনিতা এই উৎসবে মেতে ওঠেন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দীন, চাঁদপুর’সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।