বাংলা ১৪২৯ উপলক্ষে চাঁদপুর জেলার সকল আমজনতাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন চাঁদপুর সিটি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রান ও সমাজ কল্যান সম্পাদক বাবু সুজিত রায় নন্দী।
তিনি বলেন,বাঙ্গালী জাতির হাজার বছরের ঐতিহ্যের অংশ এই পহেলা বৈশাখ। যুগ যুগ ধরে জাতী-ধর্ম-বর্ন নির্বিশেষে সকল মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এই দিনটিকে পালন করে আসছে।
এই দিনটিকে বিশেষ ভাবে পালন করে আসছে হিন্দু সম্প্রদায়ের মানুষজন। তারা পিঠা- সন্দেশ তৈরি করে মানুষকে আপ্যায়ন করে অত্যান্ত আনন্দঘন পরিবেশে এই দিনটি উদযাপন করে আসছে।
এই উৎসব বাঙালি জাতীর ঐক্যের প্রতীক।অসাম্প্রদায়িক বাংলাদেশের অন্যতম সেরা নিদর্শন এই পহেলা বৈশাখ।
তিনি আশা প্রকাশ করেন,পহেলা বৈশাখের এই সংস্কৃতির মাধ্যমে বাঙ্গালি জাতীর হাজার বছরের ঐতিহ্য অসাম্প্রদায়িক বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখবে প্রজন্ম থেকে প্রজন্মকাল।
তিনি সরকারি নির্দেশনা মোতাবেক শারীরিক দূরত্ব বজায় রেখে পহেলা বৈশাখ পালন করার জন্য সবাইকে অনুরোধ করেছেন।