মাঠা উৎপাদনকারী প্রতিষ্ঠানে এবং বিদ্যালয় প্রাঙ্গন খাবার বিক্রি দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের অভিযানে
চাঁদপুরের সদর উপজেলার পুরান বাজার ও পুরান বাজারের ঘোষপাড়াএলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন।
তিনি দৈনিক বাংলার অধিকার কে জানান এসব দোকান গুলোর বিভিন্ন পণ্যের মূল্য তালিকা না থাকায় এবং স্বাস্থ্য সম্মত উপায়ে মাঠা ও দধি তৈরি না করায় ২ টি প্রতিষ্ঠান -১. শম্ভু ঘোষ মিষ্টান্নকে ৩,০০০/- এবং ২. খান ট্রেডার্স কে ৩,০০০/- সহ মোট ৬,০০০/-জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অনদিকে বিদ্যালয় প্রাঙ্গনে ফুসকা বিক্রিকালে বিক্রেতাকে অস্বাস্থ্যকর উপায়ে খাবার বিক্রির দায়ে আইনানুগ হুশিয়ারি করা হয়েছে। অভিযানে সহায়তা করেন নীনা আক্তার,ডিএসআই,চাঁদপুর এবং পুরান বাজার পুলিশের এস আই মোহাম্মদ আলী ও সঙ্গীয় ফোর্স।
জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।