ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নর আরাজী মাটিগাড়া গ্রামেরএকটি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত ৬ এপ্রিল বুধবার আনুমানিক রাত ৩টার সময় এই চুরির ঘটনা টি ঘটেছে বলে জানান ওই বাড়ির মালিক সুফল কুমার রায় (রমেশ) ।
ঘটনা স্থলে গিয়ে জানা যায় গত মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় সুফল কুমার রায়(রমেশ), পিতা, বৈশাখু বর্মন, গ্রাম, গুঞ্জর গড়, থানা ও জেলা, ঠাকুরগাঁও এর বাসার প্রাচীর টপকে বাড়ির ভেতর প্রবেশ করে এবং ভিতর থেকে লাগানো বাহিরের গেটের তালা ভাঙ্গে এবং বেলকনির বাহিরের দুই টি তালা ভেঙ্গে চোর তাদের থাকার ঘরে প্রবেশ করে একটি লাল কালো রঙের গ্লামার ১২৫ সিসি গাড়ি, বৈশাখু বর্মনের বালিশে নিচে গরু বিক্রি করা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ও জামার পকেটে রাখা পনের হাজার টাকা, একটি নকিয়া বাটাম মোবাইল ফোন ও একটি বাই সাইকেল নিয়ে যায়। চোর চুরি করে বের হওয়ার সময় দরজার শব্দ শুনে রমেশ চন্দ্র টের পেয়ে বাড়ির বাহিরে রাস্তায় একটি সিএনজি দেখতে পায়। তাকে দেখার সাথে সাথে সিএনজি টি দ্রুত গতিতে চলে যায় এবং গ্লামার গাড়ি টি নিয়ে চোরেরা বিপরীত রাস্তায় হেড লাইট বন্ধ অবস্থায় পালিয়ে যায়।
এসময় চোর চোর বলে চিৎকার করলে আশে পাশের লোকজন ঘটনা স্থলে ছুটে আসে বাড়ির চার পাশে গাড়িটি ও চোর কে খোজাখুজি করলে বাড়ির দক্ষিণ পাশে ফেলে রেখে যাওয়া একটি ট্রাংকে কিছু পরনের কাপড় পাওয়া যায় ।
রমেশ চন্দ্র ও তার পরিবারে ধারণা পূর্ব পরিকল্পিত ভাবে কেউ তাদের বাসার প্রাচীর টপকে টিউব ওয়েল এর পানির সাথে ঘুমের ঔষধ বা স্প্রে দিয়ে তাদের সকল কে অচেতন করা হয়েছে।
ঘটনা টি সদর থানায় অবগত করলে বিট ইনচার্জ মোতাহার হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন।
গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন সাজু মাষ্টার ঘটনা স্থল পরিদর্শন করে বলেন ইদানিং একটি সংঘবদ্ধ চোর চক্র গড়েয়া ইউনিয়নে বেশ কয়েক চুরির ঘটনা ঘটিয়েছে, যে কোন প্রকারে এই চোর চক্রটিকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূল শান্তির জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করা হয়েছে।