কপালে টিপ পরার কারণে রাজধানীর ফার্মগেট এলাকায় তেজগাঁও কলেজের এক না’রী প্রভাষককে হে’ন’স্তার শিকার হতে হয়। হে’ন’স্তাকারীর ভূমিকায় ছিলেন পু’লিশের এক সদস্য। এ ঘটনায় তীব্র সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে।
শুধু না’রীরা নয়, পুরুষরাও টিপ পরা ছবি পোস্ট করে এই ঘটনার প্রতিবাদ জানান। সাধারণ মানুষের পাশাপাশি শিল্পীরাও প্রতিবাদ মুখর হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। কপালে টিপ পরে সেই ছবি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদ জানাচ্ছেন তারা।
জনপ্রিয় অ’ভিনেতা সাজু খাদেম কপালে টিপ পরা একটি ছবি পোস্ট করে লিখেন, লাল টিপ… লাল সূর্য…। এছাড়াও টিপ পরা ছবি পোস্ট করে প্রতিবাদ জানান অ’ভিনেতা প্রা’ণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিক। চিত্রনায়ক সাইমন সাদিকও টিপ পরা ছবি পোস্ট করে প্রতিবাদ জানান।
প্রসঙ্গত, গতকাল রোববার (৩ এপ্রিল) সকালে রাজধানীর ফার্মগেট এলাকায় হে’ন’স্তার শিকার হন তেঁজগাও কলেজের থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ড. লতা সমাদ্দার। কপালে টিপ পরায় এক পু’লিশ সদস্য তাকে উদ্দেশ করে কটূক্তি করেন। এ ঘটনার শেরেবাংলা নগর থা’নায় তিনি লিখিত অ’ভিযোগ করেন।
লতা সমাদ্দার অ’ভিযোগ করেন, রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে হেঁটে কলেজে যাওয়ার সময় পু’লিশের পোশাক পরা এক ব্যক্তি ‘টিপ পরছোস কেন’ বলেই তাকে গালি দেন। প্রতিবাদ জানালে তার পায়ের ওপর দিয়ে বাইক চালিয়ে চলে যান অ’ভিযু’ক্ত ব্যক্তি। এ ঘটনার খবর প্রকাশ হলেই শুরু হয় তীব্র প্রতিবাদ।