মাহে রমজানের পবিত্রতা রক্ষার জন্য আজ ০২/০৪/২০২২ ইং তারিখ থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর বেলতলি শাহ্ সোলাইমান লেংটার মাজার ওরশ এবং সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করেছেন মাজারের প্রধান খাদেম মতিউর রহমান লাল মিয়া।
দীর্ঘ দিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে এলাকাবাসীর তীব্র প্রতিরোধের পর অবশেষে গতকাল ০১এপ্রিল ২০২২ ইং রাতে প্রশাসনের নির্দেশে মাইকের মাধ্যমে এ ঘোষণা প্রদান করে কতৃপক্ষ। এলাকা বাসী এ খবরে প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে। সেই সাথে এমন ঘোষনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার সকলের মাঝে স্বস্তির নিশ্বাস লক্ষ্য করা গেছে।
মূলত, এখানে আসর বসিয়ে চলছিল নেশার আড্ডা। মেলাটি
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বদরপুর গ্রামে শুরু হয় প্রতি বছর। তবে করোনার জন্য দুবার বন্ধ থাকলেও এবার আবারও সাত দিনব্যাপী শুরু হয়েছিল। আর শুরুর আগ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘লেংটার মেলা’য় মাদক কেনাবেচা, সেবন ও অশ্লীল নৃত্যের আসর বসার অভিযোগ উঠে আসছিল। স্থানীয় ব্যক্তিরা সবসময়ই বলেছেন, এতে তরুণ ও কিশোরেরা বিপথগামী হচ্ছে। নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ।
স্থানীয় লোকজন জানান, উপজেলার বদরপুর এলাকায় পীর ও সাধক হজরত শাহ সুফি সোলায়মান (রহ.) ওরফে লেংটা বাবা বাংলা ১৩২৫ সালের চৈত্র মাসে মারা যান। এরপর প্রতিবছর তাঁর মাজার এলাকায় চৈত্র মাসের শেষের দিকে ওই মাজারের খাদেম, আশেকানরা মেলা ও বার্ষিক ওরসের আয়োজন করেন। স্থানীয়ভাবে মেলাটি ‘লেংটার মেলা’ নামে পরিচিত। এতে প্রতিবছর হাজার হাজার ভক্তের সমাগম হয়। এবারের মেলা শুরু হয় গত বুধবার।
শুক্রবার দুপুরে ওই মেলা এলাকা ঘুরে দেখা গেছে, হাজারো মানুষের ভিড়। তিন কিলোমিটার এলাকাজুড়ে চলছে মেলাটির নানা কার্যক্রম। বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা। মাজার এলাকায় আশেকান-ভক্তের উপচে পড়া ভিড়। মাজারটির পশ্চিম দিকে পুকুরের পাড়ে, পুকুরসংলগ্ন বাগানে ও বেড়িবাঁধ এলাকায় গাঁজা-মদ সেবন ও বিক্রির জমজমাট আসর চলছে। পুলিশ ও প্রশাসনের নজরদারি সত্ত্বেও সেখানে প্রকাশ্যে গাঁজা, আফিমসহ বিভিন্ন মাদকের পসরা সাজিয়েছে বিক্রেতারা। নেশাখোরেরা সেখানে এসে আড্ডা দিচ্ছেন। এ ছাড়া মেলার কয়েকটি এলাকায় নারীদের অশ্লীল নৃত্যের জমজমাট আসরও দেখা গেছে। রাতের আঁধারে জেলা ও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে নারী-পুরুষের সমাগম চরম আকার ধারণ করে। কোন ভেদাভেদ থাকে না তাদের মধ্যে।
নাম প্রকাশ না করার শর্তে বদরপুর এলাকার দুজন প্রবীণ বাসিন্দা অভিযোগ করেন, লেংটার মেলার নামে এখানে যেভাবে দিন–রাতে মাদক ও অশ্লীল নাচগানের আসর বসছে, তা মেনে নেওয়া যায় না। মেলা এলাকার শতাধিক স্থানে মাদক কেনাবেচা ও সেবনের জমজমাট আড্ডা চলছে। এতে মেলা ও আশপাশের এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। নেশাগ্রস্ত ও বিপথগামী হয়ে পড়ছে কিশোর-তরুণেরা। নষ্ট হচ্ছে সামাজিক পরিবেশ। ওপরে মেলা আর ভেতরে চলছে লাখ লাখ টাকার মাদকের ব্যবসা।
মূলত,পবিত্র মাহে রমজান পবিত্রতা রক্ষা ও এসব অপকর্ম থেকে এলাকা বাসীকে মুক্তি দেওয়ার জন্য প্রশাসনের নির্দেশে মেলা বন্ধ করার ঘোষণা দেয় কতৃপক্ষ।