কচুয়া প্রতিনিধিঃ
প্রচন্ড গরমে করোনার দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা শিক্ষার্থীদের বিশুদ্ধ পানি পান করানোর লক্ষ্যে আলোর মশাল সামাজিক যুব সংগঠনের উদ্যোগে বিনামূল্যে সুপেয় পানি ব্যবস্থা করা হয়েছে। টিকা নিতে আসা শিক্ষার্থী, নারী, পুরুষ ও বয়োজ্যেষ্ঠদের জন্য এ সুপেয় পানির সু-ব্যবস্থা করা হয়। বুধবার সকাল থেকেই কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ করোনার টিকা নিতে এসে প্রচন্ড গরমে লাইনে দাঁড়িয়ে থাকতে হিমশিম খাচ্ছিলো। তা দেখে বেসরকারি সামাজিক সংগঠন আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইমের নেতৃত্ব সংগঠনের স্বেচ্ছাসেবকরা সুপেয় পানির ব্যবস্থা করে শিক্ষার্থী ও অনান্য টিকা গ্রহীতাদের তৃষ্ণা মিটিয়ে সকলের নজর কেড়েছে। তাদের এই ব্যতিক্রমী উদ্যোগ দেখে ভূয়সী প্রশংসা করেছেন প্রশাসনিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা। টিকা নিতে আসা একাধিক শিক্ষার্থী সুমাইয়া, তাসলিমা, নুরুন্নাহার, আকিব, মেহেদী, রাজন ও সুজন জানায়, দীর্ঘ সময় তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে থেকে আমরা পানির তৃষ্ণা লাগে। কিন্তু আমরা কোথাও বিশুদ্ধ পানির ব্যবস্থা দেখিনি। এক বোতন পানি কিনতে আমাদের ১৫ টাকা খরচ হয়। কিন্তু আলোর মশালের ব্যানারে আমাদের বিনামূল্যে বিশুদ্ধ পানি পান করার ব্যবস্থা করে দেওয়ায় এতে আমরা স্বস্তি ফিরে পাই। এধরণের মহৎ উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।
আলোর মশালের সভাপতি ওমর ফারুক সাইম জানায়, আমি লক্ষ করেছি টিকা নিতে আসা শিক্ষার্থীরা লাইনে দাড়িয়ে থেকে পানির জন্য হাহাকার করছে। এবং কেউ কেউ ট্যাপের পানি পান করছে। যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তা দেখে আমি দ্রুত সংগঠনের উদ্যোগে বিশুদ্ধ সুপেয় পানির ব্যবস্থা করি। আজ টিকা নিতে আসা প্রায় ৮জাহার শিক্ষার্থী ও অনান্য লোকজন এই পানি পান করেছে।
উল্লেখ্য যে, আলোর মশাল সামাজিক যুব সংগঠন ২০১৬ সাল থেকেই বিনামূল্যে রক্তদান, দু:স্থ, অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাড়িয়ে এবং করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সেবা, করোনার ওষুধ বিতরণ, কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ করে উপজেলা তথ্য জেলাবাসীর নজর কেড়ে ভূয়সী প্রশংসায় কুড়িয়েছেন।
ছবি: কচুয়ায় আলোর মশালের উদ্যোগে টিকা গ্রহীতাদের পানি পান করার দৃশ্য।