মতলব প্রতিনিধি মোঃ আতাউর রহমান সরকার/
চাঁদপুরের মতলব দক্ষিণে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, “ফ্রেন্ডস জোন সোসাইটি” এর পক্ষ থেকে,
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করার পর,নির্দিষ্ট সময় শেষে সকল ফুলের ডালা পুনর্ব্যবহার করে ফুলের মালা,স্ট্রিক,টব বানিয়ে, রিক্সা,সিএনজি,বাইক,অটোচালক,শিশু সহ রাস্তায় থাকা সাধারণ পথচারীদের বিনামূল্যে ফুল ও মালা বানিয়ে বিতরণ করেন সংগঠন এর সেচ্ছাসেবীগণ।
এই কার্যক্রমের মূল উদ্দেশ্য’ই ছিল
“পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং রিসাইকেল করা”। “ফ্রেন্ডস জোন সোসাইটি” সংগঠনের সকল সদস্যদের গতকালের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করেন সুশীল সমাজের ব্যক্তিবর্গ। তারা বলেন তাদের এই ব্যতিক্রম আয়োজন অনুকরণীয় হয়ে থাকবে।
এদিকে সার্বিক সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা,মতলব জে.বি সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠন এর সেচ্ছাসেবী সদস্যরা।
তারা বলেন, মতলবকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ফ্রেন্ডস জোন সোসাইটি সংগঠন বদ্ধপরিকর।