কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।
কাতারের স্থানীয় সময় শনিবার (২৬ মা’র্চ) রাতে প্রাইভেট কারের ধাক্কায় ঘটনাস্থলেই একজন মা’রা যান, হাসপাতা’লে নেওয়ার পর বাকি দুজনের মৃ’ত্যু হয়।
জানা যায়, কাতারপ্রবাসী চার শিক্ষার্থী শনিবার রাতে ঘুরতে বের হলে হাইওয়েতে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। এ সময় ই’মা’র্জেন্সি লাইট জ্বালিয়ে নষ্ট চাকা পরিবর্তন করার সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার এসে তিনজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন মা’রা যান। হাসপাতা’লে নেওয়ার পথে বাকি দুজন মৃ’ত্যুবরণ করেন।
নি’হ’ত শিক্ষার্থীরা হলেন-সিলেটের ইকবাল আহমেদের ছে’লে আহমেদ সাফওয়ান (২১), চট্টগ্রামের নুরুল ই’স’লা’মের ছে’লে ই’স’রান বিন ই’স’লা’ম (২২), ফেনীর ফজলুল হকের ছে’লে আজহারুল হক জয় (২১)।
নি’হ’ত শিক্ষার্থীরা কাতারে তাদের পরিবারের সঙ্গে বসবাস করতেন। এদের একজন বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০২০ সালে উচ্চ’মাধ্যমিক পাস করেন, বাকিরা ভা’রতীয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ বছর উচ্চ’মাধ্যমিক পাস করেন।
নি’হ’ত শিক্ষার্থীদের ম’রদেহ স্থানীয় দোহা হামাদ হাসপাতা’লের ম’র্গে রাখা হয়েছে। তিন শিক্ষার্থীর মৃ’ত্যুতে বাংলাদেশ কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া।