দক্ষ ও চৌকস পুলিশ
( পর্ব -০১)
এম এ আলী @ আগুন।
পুলিশ সম্পর্কে নাই যাদের কোন ধারনা,
তারাই শুধু পাশের লোকের ধরে ধরনা।
সাধারণ মানুষ নয় তো বলে সবাই পুলিশ,
তাই বিপদে সালাম আর সুসময়ে নালিশ।
দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে,
কত শত পুলিশের প্রাণ গেল যে চলে।
পুলিশ কখনো ভীত নয় সর্বময় সাহসী,
শত্রুর বিরুদ্ধে অস্ত্রই যাদের সংগের সাথী।
দেশের স্বার্থে য়ারা সবসময় জাগরিত,
বিভিন্ন ট্রেনিং হতে সেই জ্ঞান আহরিত।
শত্রুর মোকাবিলায় কখন কি যে লাগে,
দক্ষ ও চৌকস হতে ফায়ারিং তারা করে।।