অগ্রিম টাকা নিয়ে সিলেটের বালাগঞ্জে একটি মাহফিলে না আসার অ’ভিযোগ উঠেছিল সময়ের আ’লো’চি’ত ই’স’লা’মি বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরির বি’রু’দ্ধে। তবে সেই অ’ভিযোগ মিথ্যা দাবি করে আজ বৃহস্পতিবার (২৪ মা’র্চ) সিলেট আ’দা’লতে মা’ম’লা দায়ের করেন তাহেরি।
এদিন দুপুর ১২টার দিকে তিনি সিলেটে আসেন এবং সাইবার ট্রাইব্যুনাল আ’দা’লতে মা’ম’লার আবেদন করেন। এ সময় তাহেরি বলেন, আমি বালাগঞ্জের মাহফিলের কোনো দাওয়াত পাইনি। জানি-ই না কে বা কারা আমা’র নাম করে টাকা নিয়েছে। কিন্তু আমা’র নামে মিথ্যাচার করা হয়েছে তাই আমি আ’দা’লতে মা’ম’লা দায়ের করতে এসেছি।
তিনি বলেন, বিভিন্ন ফেসবুক লাইভে আমাকে গালিগালাজ করা হয়েছে এবং আমা’র নামে টাকা নেওয়ার অ’পবাদ দেওয়া হয়েছে। তাই বাধ্য হয়ে মা’ম’লা দায়ের করছি। আ’দা’লত আমা’র আবেদনটি আমলে নিয়েছেন।প্রসঙ্গত, গত মঙ্গলবার (২২ মা’র্চ) তাহেরির বি’রু’দ্ধে অ’ভিযোগ উঠে- অগ্রিম ৩৩ হাজার টাকা নিয়েও তিনি সিলেটের বালাগঞ্জে একটি ওয়াজ মাহফিলে আসেননি। বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটির পক্ষ থেকে বলা হয়, গিয়াস উদ্দিন আত তাহেরিকে মাহফিলে প্রধান অ’তিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল। মাহফিলে আসা বাবদ তাহেরির পিএএসকে দুই ধাপে অগ্রিম ৩৩ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকাল থেকে তাহেরির পিএসের ফোনে বার বার কল দিলে কেউ রিসিভ করেননি, এমনকি কল ব্যাকও করেননি।
এক পর্যায়ে আয়োজক কমিটি মাইকে ঘোষণা দেন ও ওয়াজ শুনতে আসা মু’সল্লিদের কাছে ক্ষমা চাওয়া হয়। একই সঙ্গে তাহেরিকে পুরো সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ সময় ক্ষুব্ধ মু’সল্লিরা তাহেরির বি’রু’দ্ধে স্লোগান দেন ও জুতা হাতে নিয়ে বি’ক্ষো’ভ করেন।
এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তাহেরি এ অ’ভিযোগকে মিথ্যা দাবি করেন। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেন, আজকে দিনের বেলা একটি ফেসবুক লাইভ ও ই’স’লা’মী সুন্নী মহা সম্মেলনের একটি পোস্টার আমা’র নজরে এসেছে, উক্ত লাইভে আমাকে নানা ভাবে দোষারোপ করে কথা বার্তা বলা হয়েছে।তিনি লিখেন, পোস্টগুলোতে মানহানিকর কথা বলা হয়েছে। যা কখনও কা’ম্য নয়,আমি দৃঢ় চিত্তে বলতে চাই, আমাকে দাওয়াত না দিয়ে মাহফিল কমিটি