সেপাল নাথ, ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধিঃ ফেনী জেলা পুলিশ প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করা হয়। সোমবার (২১ মার্চ) বিকাল ৪ টায় আম্বানি বিল্ডার্স এন্ড রিয়েল এস্টেট লিমিটেড এর সহযোগিতায় ছাগলনাইয়া সরকারী পাইলট হাই স্কুল প্রাঙ্গনে সোনাগাজী পৌরসভা বনাম দাগনভুঁইয়া পৌরসভার একাদশ’র মধ্যে দিয়ে টুর্নামেন্ট’র উদ্বোধনী খেলা শুরু হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা গোল্ডকাপ টুর্নামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে ছাগলনাইয়া ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মাসকুর রহমান’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। এসময় আরো উপস্থিত ছিল পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা আ’লীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, যুগ্ন সম্পাদক মুজিবুর রহমান মুজিব, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা শিল্পী, ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী রফিক আহমেদ, সেকেন্ড অফিসার মুনিরুল ইসলাম, ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ মোশারফ হোসেন মজুমদার, ঘোপাল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সেলিম, মহামায়া ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সদস্য সচিব মোঃ বদরুদ্দোজা ভুঁইয়া তারেক, উপজেলা ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক আবছারুল হাই উজ্জল। উদ্বোধনী খেলায় দাগনভুঁইয়া পৌরসভাকে ০-২ গোলে হারিয়ে সোনাগাজী পৌরসভা কোয়ার্টার ফাইনাল খেলা নিশ্চিত করেন।
এই সময় শত শত দর্শকের হাতের তালিতে ছাগলনাইয়া সরকারী পাইলট হাই স্কুল মাঠ মুখরিত হয়ে উঠে।