ডেমরায় ৭ জনকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরন
রাজধানীর ডেমরায় থানা পুলিশের অভিযানে জাল টাকা, জাল টাকা তৈরীর প্রিন্টার মেশিন ও নানা সরঞ্জামাদিসহ গ্রেফতার ৭ জনকে রোববার বেলা ১১ টার দিকে দুই দিনের রিমান্ড শেষে আদালতে প্রেরন করা হয়ছে। গত শুক্রবার (১৮ মার্চ) দুপুরে তাদের আদালতে পাঠানো হলে ওই দিন বিকালে আদালত তাদের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডেমরা থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় মামলা করা হয়েছে। গত বুধবার (১৬ মার্চ) দিনগত গভীর রাতে ডেমরার সারুলিয়া বাহির টেংরাস্থ ১২৯/৪ জনৈক দেলোয়ারের বাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০ টাকার নোটের ১ লাখ ২০ হাজারের বেশি জাল টাকা, একটি ল্যাপটপ, টাকা তৈরীর কাগজ, রঙ, কাটার মেশিন ও কেচিসহ প্রয়োজনীয় নানা সরঞ্জামাদিও জব্দ করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- মুল হোতা ডিএসসিসির ৬৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম সারুলিয়ার ৭১ নং বাসার ভাড়াটিয়া ও চাঁদপুরের হাজীগঞ্জ থানার দেশগাঁও গ্রামের মৃত মোকলেসুর রহমানের ছেলে মহিবুর রহমান মনির(৪৪), সারুলিয়া বাহির টেংরাস্থ ১২৯/৪ জনৈক দেলোয়ারের বাড়ীর ভাড়াটিয়া ও বরগুনার তালতলী থানার বাদুরগাঁছা গ্রামের সালু হাওলাদারের ছেলে মো. ইমরান হোসেন (২১), ঢাকার ভাটারা থানার বাড্ডা শাহজাতপুর এলাকায় বসবাসরত বগুড়ার আদমদীঘি থানার আমুইল গ্রামের জমসের আলীর ছেলে মিলন হোসাইন (২৬), ঢাকা নবাবগঞ্জের বাঘমারায় বসবাসরত বরিশালের গৌরনদী থানার মুদাকুল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. ইলিয়াস মিয়া (৩৪), সাভারের উলাইনুর গ্রামে বসবাসরত রাজশাহীর মেহেরপুর থানার তাঁতিপাড়া গ্রামের মমতাজ আলীর ছেলে সবুজ আহাম্মেদ (২৮), কিশোরগঞ্জের কটিয়াদি থানার চরজাকালিয়া গ্রামের সামসুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (৩৮) ও নারায়ণগঞ্জ আড়াইহাজার থানার লক্ষিবড়দি এলাকার আলমাসের ছেলে আলিফ (২৩)।
এ বিষয়ে ডেমরা রথানার ওসি খন্দকার নাসির উদ্দিনর বলেন, গত বুধবার বিকাল থেকে ওই দিনগত গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে এ চক্রকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। ঈদকে কেন্দ্র করে তারা অনেক টাকা ছাপানোর পরিকল্পনা করেছিলো। এক্ষেত্রে বড় নোটে ঝুঁকি থাকায় ছোট নোট ছাপনােই ছিল তাদের উদ্দেশ্য।