সালে আহমেদ,ডেমরাঃ
‘‘মানুষ মানুষের জন্য,” এই ¯স্লোগানকে সামনে রাজধানীর ডেমরায় ভলান্টিয়ার নামে ডেমরায় ছড়িয়ে ছিটিয়ে থাকা অর্ধশতাধিকের অধিক সামাজিক সংগঠন নিয়ে ডেমরা ভলান্টিয়ার,স এর অফিস উদ্ধোধন করা হয়েছে।
১৯ ই মার্চ (শনিবার) দুপুরে হাজীনগরের জোবেদা খাতুন প্লাজায় ডেমরা ভলান্টিয়ার,স ফাউন্ডেশন ও আঃ খালেক ফাউন্ডেশনের নতুন অফিস উদ্ধোধনের ঘোষনা দেয়া হয়। সামাজিক কাজে পৃষ্ঠাপোষকতার স্বরুপ নতুন অফিসটি ব্যবহারের সুযোগ করে দেন আঃখালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান জোবেদা খাতুন।
বিএইচএস -৯০ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ইঞ্জিনিয়ার আসাদুর রহমান মিলনের সভাপতিত্বে ও ডেমরা ভলান্টিয়ারের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,বিএইচএস-৯০ ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা ডাঃ আঃ মতিন মুরাদ।বিশেষ অতিথি হিসেবে আরো ও উপস্থিত ছিলেন
বাতেন ফরহাদ।অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন,আঃখালেক ফাউন্ডেশনের চেয়ারম্যান জোবেদা খাতুন।
এসময় আরো ও উপস্থিত ছিলেন,ডেমরার বিভিন্ন সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবীরা ও অন্যান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয়,ডেমরা ভলান্টিয়ার
ফাউন্ডেশনটি ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে সামাজিক ওমানবিক কাজ শুরু করেছে।বিভিন্ন কাজে এগিয়ে এসেছে,তার মধ্যে উল্লেখযোগ্য সামাজিক কাজগুলোর মধ্যে হলো বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম ও ঔষুধ প্রদান,করোনাকালীন সময়ে মানুষের মধ্যে বস্ত্র বিতরন-খাবার বিতরন,ঈদে এতিম বাচ্চাদের মধ্যে নতুন পোশাক ও শিক্ষা উপকরন বিতরন,রক্তদান কর্মসূচি,সেলাই মেশিন প্রদান,রিকশা প্রদান ও কম্পিউটার প্রশিক্ষন প্রদান।
প্রধান অতিথি ডাঃ মতিন মুরাদ জাতি ,ধর্ম,বর্ণ,লিঙ্গের কথা বিবেচনা না নিয়ে মানুষের কল্যানে কাজ করবে এই ডেমরা ভলান্টিয়ার
ফাউন্ডেশন। তিনি আরো ও বলেন, সামাজিক কার্যক্রমে সবাই এগিয়ে এলে সমাজের অনেক সমস্যা সমাধান হয়ে যাবে।
বিশেষ অথিতির বক্তব্যে বাতেন ফরহাদ বলেন বলেন,সত্যি খুব ভালো লেগেছে এই ফাউন্ডেশনের কাজগুলো দেখে।গত দুবছর যাবত এই ফাউন্ডেশনটি সত্যিই প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। এই ফাউন্ডেশনের সাথে সবসময় থাকবো কথা দিলাম।মাদকের বিরুদ্দে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।