জাটকা রক্ষায় সফল চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ি
শ্যামল সরকারঃসরকার ঘোষিত জাটকা রক্ষা অভিযান যা গত ১ মার্চ থেকে শুরু হয়ে চলবে আগমী ৩০ এপ্রিল পর্যন্ত এই অভিযবে এখন ও পর্যন্ত সফলতায় এগিয়ে চলছে হরিনা নৌ পুলিশ যার নেতৃত্ব দিচ্ছেন উক্ত ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মিজানুর রহমান। এরই মধ্যে তিনি অবৈধ কারেন্ট জাল ২০, ২৫,০০০ মিটার
নৌকা ০৪ টি, ইলিশ মাছ ১৫ কেজি ০৪। ১০৪৪ কেজি অবৈধ জেলীযুক্ত চিংড়ি মাছ
০১ টি হাইস গাড়ী
২০০ সিসি স্পীডবোট। মোট নিয়মিত মামলা ০৬টি
আসামী ১৭ জন,গ্রেফতার করেছেন, চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ির অভিযানে অসাধু জেলে জাল ও নৌকা আটক করেছেন
যা শুরু হওয়া জাটকা রক্ষা অভিযানের সবচাইতে বেশি বলে জানাগেছে। এ ব্যাপারে হরিনা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান দৈনিক বাংলার অধিকার কে বলেন, আমরা আমাদের নৌ সিমানায় একটি জাটকা মাছ ও নিধন করতে দেব না। এবং কোন অসাধু জেলে যেন নদীতে নামতে না পারে সেদিকে নজর রাখছি, দেশের সম্পদ রক্ষায় অভিযান আমাদের এ ধরনের চলবে বলেও তিনি জানান।