সোনাগাজী উপজেলাধীন সদর ইউনিয়নের চরখোয়াজ ও চর খোন্দকার এলাকায় অবৈধভাবে মাটিকাটা, বিক্রি ও ভরাট করার অপরাধে ১৮ই মার্চ শুক্রবার দিনভর মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটভ ম্যাজিস্ট্রেট লিখন বনিক।
অভিযান কালে উপজেলা আনসারদের একটি চৌকস দল সহায়তা করেন। এসময় পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুসারে সাইফুল ইসলাম সুজন (৩২) পিতা- আবদুল শুক্কুর, নামে একজনকে ৩০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিক, আলী মোর্তুজা, সরওয়ার, মামুন, আজাদ ও সফিউল্লাহ মেম্বার এই অভিযান কাজে প্রশাসনকে সহায়তা করেন। অভিযুক্তরা ভবিষ্যতে আর কখনও এই কাজে যুক্ত হবে না মর্মে মুচলেকা দিয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লিখন বণিক বলেন, মার্চ মাসে মুজিববর্ষের ঘরের কাজ এবং বিভিন্ন দিবস ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ব্যস্ত সময় পার করছেন। এই সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত অবৈধভাবে মাটির অপব্যবহার করছে। তাদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।