বর্ণিল আয়োজনে মুন্সীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশুদিবস পালিত।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের আয়োজনে বৃহস্পতিবার দিনের শুরুতে
১৭ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ এর পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানান মুন্সীগঞ্জ জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল ও জেলা পুলিশ সুপার আব্দুল মোমেন পিপিএম। এ সময় জেলা প্রশাসক কার্যলয়ের ঊর্ধ্বতন সকল কর্মকর্তা ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মুন্সীগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত “বঙ্গবন্ধুর জন্মদিনের অংগীকার, সকল শিশুর সমান অধিকার” শীর্ষক আলোচনা সভা এবং মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ৩ আসনের সাংসদ মৃণাল কান্তি দাস এ সময় উপস্থিত বক্তারা জাতির পিতার বর্ণিল জীবনের উপর বক্তব্য রাখেন এবং শিশু কিশোরদের মাঝে পুরস্কার তুলে দেন।