রাজধানীর ডেমরায় বামৈল পশ্চিমপাড়া ব্যাংক কলোনী এলাকায় একটি বাসাবাড়ীতে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় অজ্ঞাত চোর বা চোরেরা ওই বাড়ীর আলমারিতে থাকা নগদ ২ লক্ষ ১৬ হাজার টাকা, ১৪ ভরি ওজনের বিভন্ন স্বর্ণালঙ্কার যার অনুমান মূল্য ৯ লাখ ৮০ হাজার টাকা, ৯ ভরি ওজনের বিভিন্ন রূপার অলংকার যার অনুমান মূল্য ১৮ হাজার টাকা, বাড়ীর দলিল ও একটি পাসপোর্ট চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ওই বাড়ীর মালিক ভুক্তভোগী মনি আক্তার রিপা (৩৩) বুধবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ডেমরা থানায় অজ্ঞাত চোর বা চোরদের বিরুদ্ধে মামলা করেন। গত ১৫ মার্চ (মঙ্গলবার) সন্ধার আগে এ দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী ওই পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ১৫ মার্চ সকালে ওই বাড়ীর কর্তা মো. আলী আজগর তার কর্মস্থলে চলে যান। ওই দিন বিকালে সাড়ে ৫ টার দিকে মেয়েকে ঘুমের মধ্যে রেখে রিপা বাইরে থেকে দরজা তালা দিয়ে ছাদের ওপরে পানি তুলতে যান। এদিকে সুযোগ পেয়ে পূর্ব পরিকল্পিতভাবে অজ্ঞাত চোর বা চোরেরা ঘরের তালা ভেঙ্গে স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, দলিল ও পাসপোর্ট চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
ওসি আরও বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। দ্রুত জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।