বঙ্গবন্ধুর জীবনচর্চা আমাদের মানবিক জীবনবোধ শেখায়
সাংসদ মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৭ই মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা পুরুষ্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি শুরু করা হয়।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তারের সভাপতিত্বে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায়।
সভায় টেলি কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেন- বঙ্গবন্ধুর জীবনচর্চা আমাদের মানবিক জীবনবোধ শেখায়। বঙ্গবন্ধুর লক্ষ্য ছিল খেটে খাওয়া মেহনতি মানুষদের নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি সমাজব্যবস্থা বিনির্মাণ করা।
তিনি আরো বলেন-বঙ্গবন্ধুর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের পথ পরিক্রমায় আজকের এই মুক্ত স্বাধীন স্বদেশ।
সভায় উপস্থিত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলি, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জোবায়ের হোসেন, হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ খসরু সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম সহ উপজেলার বিভিন্ন কার্যালয়ে কর্মকর্তা গন।
আলোচনা সভা শেষ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।