চাঁদপুরের মতলব উত্তরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রাঙ্গনে মুক্তির উৎসব ও ৭ দিন ব্যাপী সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। সকাল থেকে নানা কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালনা করা হয়। আয়োজনের মধ্যে অন্যতম হলো কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন , সাত দিনব্যাপী সুবর্ণজয়ন্তী মেলা উদ্বোধন। সকাল থেকেই উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর সহ ইউনিয়ন পরিষদের জন্য বরাদ্দকৃত স্টলগুলোতে স্ব-স্ব কর্মকর্তা কর্মচারী সুবিধা ভোগী জনগোষ্ঠীর উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক প্রদর্শনী স্থাপন করতে দেখা যায়। স্টল গুলো ঘুরে বছরজুড়ে নিজ নিজ বিভাগের নানান উন্নয়ন কার্যক্রমের প্রদর্শনী স্থাপনের প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। এরমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের প্রদর্শনী ছিল লক্ষনীয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর -২ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ নুরুল আমিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস, সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান ।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি), উপজেলা আওয়ামী লীগের সভাপতি, মতলব উত্তর থানা পুলিশ এর অফিসার ইন চার্জ শাহ-কামাল প্রমুখ ।
মাননীয় সাংসদ এবং অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টলের প্রদর্শনী পরিদর্শন করে ভবিষ্যৎ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক পরামর্শ প্রদান করেন।