ডেমরায় বাসা বাড়ীতে চুরি করতে গিয়ে আটক ১: থানায় মামলা
রাজধানীর ডেমরায় সংগবদ্ধ হয়ে বাসা বাড়ীতে চুরি করতে গিয়ে মো. ইব্রাহীম (২৮) নামে এক চোর হাতেনাতে আটক হয়েছে বলে খবর পাওয়া গেছে। পরে জনগন গণধোলাই দিয়ে তাকে পুলিশে সোপর্দ করলে বুধবার তাকে আদালতে পাঠায় ডেমরা থানা পুলিশ। এ ঘটনায় আরও দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয়। মঙ্গলবার রাতে ডেমরার ৩৪/২৫/৮৯ সালামবাগ বাইতুল আজিম জামে মসজিদ সংলগ্ন ফজলুর রহমানের বাড়ীর ৪র্থ তলার ভাড়াটিয়া সিদ্দিকুল হাসানের ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। এ বিষয়ে মঙ্গলবার রাতেই তার স্ত্রী হাসিনা আক্তার (৪৯) আটক ইব্রাহীম ও পলাতক দুই চোরের বিরুদ্ধে মামলা করেন। ইব্রাহীম সায়দাবাদ টার্মিনালে ভাসমান কুমিল্লার মেঘনা থানার রঘুনাথপুর গ্রামের মো. আব্দুর রহিমের ছেলে।
ভুক্তভোগী পরিবারের বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গত ১৪ মার্চ বাদী হাসিনা বেগম তার ছেলেকেসহ কুমিল্লায় পিত্রালয়ে বেড়াতে যান। ১৫ মার্চ দুপুর ২ টার দিকে তার স্বামী ওই ফ্ল্যাটের দরজা বাবহির থেকে বন্ধ করে অফিসের কাজে বাইরে চলে যান। এদিকে সুযোগ পেয়ে ইব্রাহীমসহ পলাতক দুই চোর মঙ্গলবার রাতে ওই ফ্ল্যাটে চুরি করছিলো। এ সময় চোরেরা আলমারিতে থাকা দুই ভরি ওজনের স্বর্নালঙ্কার যার মূল্য ১ লক্ষ ৬০ হাজার টাকা ও হাসিনা বেগমের বৃদ্ধ বাবার ক্যান্সারের চিকিৎসার ৭০ হাজার টাকা চুরি করে। এ সময় হাসিনা বেগম কুমিল্লা থেকে বাসায় ফিরে দেখেন ফ্ল্যাটের দরজা খোলা ও ৩ জন মিলে ঘরে চুরি করছে। এ ঘটনায় হাসিনা বেগম ও তার ছেলের ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে দুই চোর পালিয়ে যায়।