হাটিলা পূর্ব ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।
বুধবার বিকালে হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদে ১২নং বিটে মাদক, জঙ্গীবাদ, সন্ত্রাস বিরোধী, নারী ও শিশু নির্যাতন দমন, কিশোর গ্যাং ও ইভটিজিং প্রতিরোধে জনসচেতনতা মূলক আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
পুলিশিং সভায় এসআই মহসিন এর সঞ্চালনায় চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ।
তিনি বলেন, সমাজকে পরিবর্তন করতে হলে নিজেকে পরিবর্তন করতে হবে। পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে জঙ্গি ও সন্ত্রাসী কার্যক্রমসহ কমিউনিটি পুলিশের ন্যায় বিট পুলিশিংয়ের ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি করতে হবে।
পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে। এছাড়াও ইভটিজিং, মাদকের বিষয়ে কাউকেই ছাড় দেয়া হবে না।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং সভাপতি জহির, সদস্য রাসেল মজুমদার, রফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি সদস্যসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।