টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাংগালী জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীস্থলে
জয়যাত্রা পরিবারের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।১২ মার্চ শনিবার দুপুরে জয়যাত্রা টেলিভিশনের কর্নধার জয়যাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান মানবতার মা নারীনেত্রী হেলেনা জাহাঙ্গীরের নেতৃত্বে উক্ত পরিবারের প্রায় শতাধিক সাংবাদিক ও কলাকৌশলিদের সাথে নিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
আবারও চোখ রাখুন জয়যাত্রা টেলিভিশনের পর্দায়সত্যের পথে অবিরাম যাত্রা এ স্লোগানকে সামনে রেখে জয়যাত্রা টেলিভিশন (আইপি) যাত্রা শুরু করে তৃণমুল পর্যায়ে সরকারের নানামুখী উন্নয়ন কর্মকান্ড তুলে ধরাসহ সমসাময়িক বিষয় নিয়ে সম্প্রচারিত হয় “দেশ সংযোগ” এবং সংবাদ সম্প্রচার করে দেশ বিদেশে সুনাম অর্জন করেন।
প্রবাসিদের নিয়েও নিয়মিত সম্প্রচারিত হয়। হাটি হাটি পা পা করে এগিয়ে যাওয়ার এক পর্যায় কুনজর পরে একটি কুচক্রি মহলের। বুঝে উঠার আগেই সব কিছু উলট পালট করে ফেলে সেই কু-চক্রি মহলের জালে আটকা পরলেও সেই মাকড়সার জাল থেকে সত্যের পথে অবিরাম যাত্রা বেরিয়ে আসতে সক্ষমও হয়ছে। সত্যের পথে অবিরাম যাত্রা এ স্লোগান নিয়ে আবারও আসছি আমরা জয়যাত্রা টেলিভিশনে নানামুখী সম্প্রচার নিয়ে। সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিস্থলে জয়যাত্রা পরিবারের শ্রদ্ধা নিবেদন মাধ্যমে অল্পদিনের মধ্যে নতুন করে আবারও যাত্রা শুরু হতে যাচ্ছে স্যাটেলাইটে জয়যাত্রা টেলিভিশনের বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। সর্বস্তরের মানুষের মনিকোঠায় স্থান করে নেওয়া জয়যাত্রা টেলিভিশন সরকারি নিয়মনীতি মেনেই সম্প্রচার চালিয়ে আসছিল আবারও বস্তুনিষ্ঠ সংবাদ, দেশ সংযোগ, প্রবাস টাইমসহ নানা ধরনের অনুষ্ঠানমালা নিয়ে সম্প্রচার শুরু হতে যাচ্ছে। জয়যাত্রা টেলিভিশনের চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরসহ, কৌশলী ও জেলা উপজেলা প্রতিনিধিগন সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।