মোঃ হামিদুল ইসলাম
কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট কলেজ মোড়ে “সোনাহাট স্থলবন্দর হতে ভূরুঙ্গামারী সড়কে দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে” মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোনাহাট ইউনিয়ন বাসীর আয়োজনে বুধবার ৯ মার্চ সকাল ১১ টা থেকে প্রায় ঘন্টা ব্যাপী চলে এ মানববন্ধন।
এ মানববন্ধনে হাতে লেখা নানা রকমের প্লাকার্ড নিয়ে অংশ নেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ স্থানীয় এলাকাবাসী।
সোনাহাট স্থলবন্দরটি দিয়ে বাংলাদেশ-ভারতের সকল পণ্য আমদানি ও রফতানি হওয়ায়, এই রাস্তাটি ব্যস্ততম হওয়ায় বাড়ছে সড়ক দুর্ঘটনা, কেড়ে নিয়েছে অনেক তাজা প্রাণ।
এতে বৈধ ড্রাইভিং লাইসেন্স ধারী ও প্রাপ্তবয়স্ক চালকদের মাধ্যমে চালু করণ, রাস্তার উপর যত্রতত্র গাড়ি পার্কিং নিষিদ্ধ করাসহ চালকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাণহানি রোধের ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোড় দাবি জানানো হয়।
উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাষ্টার, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহঃপ্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সোনাহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম, আবায়াজ, বাবু প্রমুখ।