ময়মনসিংহের নান্দাইলে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ছয় দিন ব্যাপী অপ্রাতিষ্ঠানিক কবুতর পালন প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার ৩০ জন প্রশিক্ষনার্থীদের নিয়ে কবুতর পালন প্রশিক্ষন হয়। ০৯-০৩-২২ বুধবার প্রশিক্ষনার্থীদের মাঝে যাতায়াত ভাড়া ও সনদ বিতরন করা হয়।
সনদ বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার আবুল মনসুর, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার রতন চন্দ্র দাস, অফিস সহকারী কাম কম্পিউটার অপরেটার কামাল হোসেন,সফল আত্মকর্মী ও উদ্যােগতা ফরিদ মিয়া । অনুষ্ঠান শেষে উপজেলা হলরুমে প্রশিক্ষনার্থীদের মাঝে যাতায়াত ভাড়া ছয়শত টাকা ও প্রশিক্ষন সনদ বিতরন করা হয়।
প্রশিক্ষনার্থী কাউছারী জাহান তৃণার কাছে প্রশিক্ষন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন কবুতর পালন সম্পর্কে আমরা এতো কিছু জানতাম না।যা প্রশিক্ষন গ্রহন করে জানতে পেরেছি।কবুতর পালন সম্পর্কে সটিক জ্ঞান / ধারনা না তাকার ফলে আমাদের অনেক কবুতর মারা যেত।এখন আশা করি কবুতর পালনে তেমন কোন সমস্যা হবে না। সেই সাথে ধন্যবাদ জানাই উপজেলা যুব উন্নয়ন অফিসাদের, আমাদের কে এমন ব্যতিক্রমী প্রশিক্ষনের ব্যবস্হা করে দেওয়ার জন্য।