ফেনীর ছাগলনাইয়া উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র অগ্নিঝরা ৭ ই মার্চের ভাষণ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের চৌধুরী’র সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল। বিশেষ অতিথি অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এনামুল হক মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান জোলেখা আক্তার শিল্পী, সহকারী কমিশনার (ভুমি) হোমায়রা ইসলাম ও ছাগলনাইয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন বিআরডিবি চেয়ারম্যান মুজিবুর রহমান, উপজেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, বীর মুক্তিযোদ্ধা রফিকুল আলম মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুবাইত বিন করিম, প্রেস ক্লাবের সমন্বয় কমিটির সদস্য সাংবাদিক নজরুল ইসলাম চৌধুরী ও সাংবাদিক নুরুজ্জামান সুমন।
বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষনকে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আগত অতিথিবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক প্রধানগন, শিক্ষক শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংবাদিক সহ সুশীল সমাজ। আলোচনা সভা শেষে কবিতা, আবৃত্তি, চিত্রাংকন প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ।