লক্ষীপুরে তাসলিমা নামে এক গৃহবধুর উপর হামলা করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে ভাসুর কাউছারেরব উপর। আহত গৃহবধু বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি আজ শনিবার সকালে সদর উপজেলার ২১ নং টুমচর ইউনিয়নের জগৎবেড় বাড়িতে ঘটে। এঘটনায় তাসলিমা বাদী হয়ে সদর থানায় লিখিত অভিযোগ দাযের করে। অভিযোগ সূত্রে জানা যায়, তাসলিমার স্বামী কামাল উদ্দিন একজন ইমাম। তিনি তার ভাইদের সাথে একই বাড়িতে মাকে নিয়ে ভিন্ন ঘরে বসবাস করেন। কামাল উদ্দিন বাড়িতে না থাকার সুবাধে তার বড় ভাই কাউছার( অটোচালক) প্রায় সময় তাসলিমার উপর অত্যাচার করত। তুচ্ছ অজুহাতে তাকে মারধর করত। তাসলিমার শাশুরী প্রতিবাদ করলে তার দিকেও তেড়ে আসতো কাউছার। ঘটনার দিন সকালে বৌর কথা ধরে হঠাৎ করে কাউছার ছোট ভাইর স্ত্রী তাসলিমাকে একা পেয়ে মারধর করে গুরুত্বর আহত করে। খবর পেয়ে স্বামী মসজিদ থেকে ছুটে এসে তাসলিকা সদর হাসপাতাল ভর্তি করায়। ফোন বন্ধ থাকায় বড় ভাই কাউছারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।