শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

“এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১” পেলেন সরকারি তোলারাম কলেজের ছাত্র মতলবের কৃষি উদ্যোক্তা মোঃ আতাউর রহমান সরকার

নিজস্ব প্রতিবেদক / ৩৬২ সংবাদটি পড়েছেন
প্রকাশ: শনিবার, ৫ মার্চ, ২০২২, ৮:০০ অপরাহ্ণ

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ওটারচর গ্রামের তরুণ শিক্ষিত কৃষি উদ্যোক্তা মোঃ আতাউর রহমান সরকার কৃষি ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য “এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড-২০২১” এ “সেরা মাঠফসল উৎপাদনকারী কৃষক” ক্যাটাগরীতে দ্বিতীয় স্থান অর্জন করেন। তিনি সরকারি তোলারাম কলেজ,নারায়ণগঞ্জ এর সমাজকর্ম বিভাগের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষার্থী।

পড়াশোনার পাশাপাশি নিজ গ্রামের বাড়িতে ৫ একর জমিতে কৃষি কাজ করেন। তিনি দানা জাতীয় শস্য- ধান,ভুট্টা; বিভিন্ন আগাম শাকসবজি- ফুলকপি,মূলা,লালশাক,লাউ,টমেটো, শসা,করলা,ডাটা,ঢেঁড়স, পুইশাক,বরবটি ইত্যাদি; মশলা জাতীয় শস্য মরিচ,ধনিয়াপাতা; এছাড়া আখ, সরিষা,তরমুজ ইত্যাদি শস্য উৎপাদন করেন। ফলে আত্ন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে নিজে স্বাবলম্বী হন। পাশাপাশি নিজ গ্রাম ও এলাকা ও দেশব্যাপী কৃষকদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পরামর্শ দেন। বছর জুড়ে অনলাইন ও মুঠোফোনে দেশব্যাপী তরুন বেকার, শিক্ষিত নতুন কৃষি উদ্যোক্তাদের পরামর্শ প্রদান করেন। নিজ উপজেলার কৃষকদের সংগঠিত করে পরামর্শ প্রদানের জন্য “কৃষি উদ্যোক্তা পরিষদ,মতলব উত্তর উপজেলা, চাঁদপুর ” অনলাইন প্লাটফর্ম গঠন করেন। বিভিন্ন ফসলের জাত উন্নয়নে গবেষণা করেন, আধুনিক টেকনোলজির ব্যবহারের মাধ্যমে স্বল্প ব্যয়ে শস্য উৎপাদন করেন। এক জন ছাত্র হয়েও কৃষির প্রতি এরুপ ভালোবাসা ও দেশের কৃষি খাতকে সম্প্রসারিত করে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে অসামান্য অবদান রাখায় তাকে এ অ্যাওয়ার্ডে মনোনীত করা হয়।

গত শুক্রবার বিকাল চারটায় বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয় “এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ২০২১”। দীপ্ত টিভি প্রাঙ্গণে দিনব্যাপী কৃষি মেলা আয়োজন এর পর বিকেল ৪টায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সরাসরি দীপ্ত টিভিতে অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী আবদুর রাজ্জাক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম আরও উপস্থিত ছিলেন দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ চৌধুরী, এসিআই এগ্রো বিজনেস ডিভিশনের প্রেসিডেন্ট ফা হ আনসারী, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক দেবাশীষ সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক শাহজাহান কবির, শেরেবাংলা ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গণ, বিএডিসির চেয়ারম্যান এএফএম হায়াতুল্লা, তুরস্কের রাষ্ট্রদূত মোস্তাফা উসমান তুরান, জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান প্রমুখ।

২০১৬ সালের ৭ জুন থেকে দীপ্ত টিভিতে সম্প্রচারিত হয়ে আসছে কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘দীপ্ত কৃষি’। দীর্ঘ সময় ধরে বাংলাদেশের কৃষি অগ্রযাত্রায় কাজ করছে অনুষ্ঠানটি। কৃষির অগ্রগতিতে যাঁরা অবদান রেখেছেন সেসব কৃষকদের সম্মাননা জানানোর মাধ্যমে দেশের কৃষি খাতকে সম্প্রসারিত করার জন্য কৃষকদের অনুপ্রেরণা সৃষ্টির লক্ষ্যে এই অ্যাওয়ার্ড প্রবর্তন করা হয়।

কৃষকদের সম্মাননা দেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মহাপরিচালক,কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগন। ১০ ক্যাটাগরিতে প্রথম হওয়া কৃষকদের সম্মাননা সনদ, ক্রেস্ট, এক লাখ টাকা ও এসিআইয়ের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের স্বীকৃতি প্রদান করা হয় তবে করোনার কারণে, তাদের স্ব শরীরে উপস্থিত না করিয়ে কোরিয়ারে অ্যাওয়ার্ড পাঠানো হবে।

মোট ১০ বিভাগের ত্রিশ জন কৃষকদের এ পদক দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে, সেরা মাঠ ফসল উৎপাদনকারী কৃষক, সেরা মৎস্যচাষি, সেরা পোলট্রি খামারি, সেরা কৃষি উদ্ভাবক, সেরা সবজিচাষি, সেরা গবাদিপশুর খামারি, সেরা ফলবাগানি, সেরা গুচ্ছ কৃষি বা সমবায় কৃষি, সেরা কৃষি উদ্যোক্তা পুরুষ ও সেরা কৃষি উদ্যোক্তা নারী।

পুরস্কার প্রদান মঞ্চে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, মেহজাবিন চৌধুরী, মিম চৌধুরী ও নাদিয়া এবং সাংসদ মমতাজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!