শ্রীনগরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা
মুন্সীগঞ্জের শ্রীনগরে প্রতিবারের মত এবারও উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে রাত ১২ টা এক মিনিটে ভাষা শহীদদের স্মরণে গভীর ভালোবাসা আর ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা অর্পণ করা হয়েছে। এরপর সকালে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। উপজেলা প্রশাসন-সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এই কর্মসূচীতে অংশ গ্রহন করেন।
মায়ের ভাষা বাংলা বর্ণমালার দাবিতে নিহত শহীদদের স্মরণে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার বেদিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। এরপর সকালে পুস্পস্তবক অর্পণ করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান । অত:পর সকাল বেলা ১১ টায় আনুষ্ঠানিক ভাবে উপজেলা অডিটরিয়ামে আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এ সভায় সভাপতির আসন অলংকিত করে শহীদদের স্মৃতি চারণ মূলক বক্তব্য উপস্থাপন করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ। এর আগে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মসিউর হমান মামুন,ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম।
আয়োজিত মঞ্চে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী ভূমি কমিশনার ব্যারিষ্টার সজীব আহমেদ,উপজেলা কৃষিবিদ শান্তণা রানী, মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মতিন, সমাজ সেবা অফিসার মাফুজা পারভীন চৌধুরী, মহিলা বিষয়ক গুল রাওসান ফেরদৌস,বীর মুক্তি যোদ্ধা ইকবাল হোসেন মাষ্টার, শ্রীনগর থানা ওসি
(তদন্ত)কামরুজ্জামান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।