মুক্তিযুদ্ধের চেতনায় আস্থা, অসাম্প্রদায়িকতায় সংকল্পবদ্ধ, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস, দেশপ্রেমে নিবেদিতপ্রাণ এবং বন্ধুসভার গঠনতন্ত্রে আনুগত্য – এ ৫ টি মূলনীতির উপর ভিত্তি করে গড়ে উঠেছে বন্ধুসভা।
সৃজনশীল সাংস্কৃতিক চর্চার মাধ্যমে নিজেদের মন, রুচি ও ব্যক্তিত্বের সুষ্ঠু বিকাশ ঘটিয়ে বন্ধুসভার বন্ধুরা দেশ ও মানুষের সার্বিক কল্যাণে নিজেদের নিয়োজিত করবে, এটাই বন্ধুসভার লক্ষ্য এবং উদ্দেশ্য।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং শহীদ দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত হবিগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে আজ পুষ্পস্তবক অর্পণ করে হবিগঞ্জ প্রথম আলো বন্ধুসভা।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ প্রথম আলোর প্রতিনিধি এবং হবিগঞ্জ বন্ধুসভার সম্মানিত উপদেষ্টা হাফিজুর রহমান নিয়ন এবং উপস্থিত ছিলেন সম্মানিত উপদেষ্টা এডভোকেট আছমা আনছারী।
আরো উপস্থিত ছিলেন হবিগঞ্জ বন্ধুসভার সভাপতি নবনীতা দত্ত তিথি, সহ সভাপতি মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সামিয়া এ রহমান, সাংগঠনিক সম্পাদক আবু নাসের মোহাম্মদ তৌকির, সহ সাংগঠনিক সম্পাদক শুভ সূত্রধর, অর্থ সম্পাদক মৌমিতা দত্ত এবং সদস্য সৌরভ দাস।
শহীদদের স্মৃতি বুকে নিয়ে বাংলা ভাষাকে তার যথোপযুক্ত মর্যাদা দেওয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে আজ বন্ধুসভার বন্ধুরা একত্রিত হয় শহীদ মিনার প্রাঙ্গণে।
তথ্যসূত্রঃ নবনীতা দত্ত তিথি, সভাপতি, হবিগঞ্জ জেলা বন্ধুসভা।