চাঁদপুর ঐতিহাসিক বহুল আলোচিত বাস সার্ভিস আল – আরাফাহ এক্সপ্রেস লিঃ এর যাত্রীসেবার মান নিশ্চিত করতে এবং যাত্রীদের কে বিভিন্নরকম যানবাহনে জটিলতা থেকে বিরত থাকার জন্য পানপাড়া টু ঢাকা ভায়া হাজিগন্জ (চাঁদপুর) সড়ক পথে শাহরাস্তি উপজেলা উয়ারুক বাজার ও কচুয়া উপজেলা জগৎপুর বাজারে নতুন বাস কাউন্টার উদ্ভোধন করা হয়েছে।
উক্ত বাস কাউন্টার উদ্ভোধন জগৎপুর বাজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ- শাহজাহান শিশির, আল-আরফাহ এক্সপ্রেস লিঃ এর চেয়ারম্যান জনাব মোঃজয়নাল আবেদিন (জনি),জনাব হাজী মোঃ সিরাজুল ইসলাম সহ অত্র এলাকার বিভিন্ন পেশাজীবি সাধারণ মানুষ এবং শাহরাস্তি উপজেলা উয়ারুক বাজার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল- আরফাহ এক্সপ্রেস লিঃ এর চেয়ারম্যান জনাব মোঃ জয়নাল আবেদীন (জনি),টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ- ওমর ফারুক (দর্জি),ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ বাজার কমিটির সদস্য বিন্দু এবং বিভিন্ন এলাকার সাধারণ মানুষ।
উক্ত অনুষ্টানের উপস্থিত অতিথি তাদের বক্তব্য বলেন, বর্তমান সমাজের মানুষ তাদের মৌল চাহিদা পূরনের জন্য জীর্বিকা নির্বাহের তাগিদে বিভিন্নরকম পেশায় সম্পৃক্ত। তাই তারা তাদের জীবন মান ও চলমান সুষ্ঠু ও সুন্দর ভাবে যাতায়াতের জন্য চাঁদপুর -কুমিল্লা সড়কে ঢাকা সহ দেশের বিভিন্ন যাতায়াতের জন্য আল-আরফাহ এক্সপ্রেস সার্ভিস লিঃ বাস কাউন্টার চালু করে সাধারণ জনগনের জীবন মানের নিরাপত্তা নিশ্চিত করেছে।যাহা বিগত দিনগুলোর কষ্ট মানুষদের মুক্তি দিবে বলে সবাই বিশ্বাস করে।এবং আল-আরফাহ এক্সপ্রেস সার্ভিস লিঃ কতৃপক্ষের প্রতি কতৃক প্রকাশ করে।