ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় “সামাজিক মূল্যবোধ, কৃষি ও বনায়ন, গবাদী পশু পালন” বিষয়ের উপর ৯ দিনব্যাপী সেবাইত প্রশিক্ষন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকালে চাঁদপুর শ্রী শ্রী গোপাল জিউ মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোছাম্মৎ রাশেদা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁদপুর
বিশেষ অতিথি : শ্ৰী সুভাষ চন্দ্র রায়, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁদপুর, উপস্থিত ছিলেন,শ্রী নরেন্দ্র নারায়ণ চক্রবর্তী, সিনিয়র সহ- সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ , চাঁদপুর। শ্রী তমাল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চাঁদপুর জেলা মিন্টু কুমার ভদ্র অর্ঘ্য, সহকারী প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, গোপাল সাহা, সভাপতি সাংগঠনিক সম্পাদক পুজা পরিষদ চাঁদপুর, চিররঞ্জন রায়,সহ সভাপতি গোপালজিউ মন্দির কমিটি, টিওটি অশোক চক্রবর্তী, চাঁদপুর সভাপতিত্ব করেন শ্রী পরিমল মন্ডল, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা সঞ্চালনায় শ্রী রুবেল চন্দ্র শীল, জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং), হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, আঞ্চলিক কার্যালয়, কুমিল্লা। এ ব্যাপারে সভাপতি শ্রী পরিমল মন্ডল জানান, গত ১৭ ফেব্রুয়ারী হতে শুরু হওয়া আমাদের পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প-২য় পর্যায়, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আঞ্চলিক কার্যালয়ের, বাস্তবায়নে আগামী ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত ট্রেনিং কার্যক্রম চলবে বলেও তিনি জানান।