কচুয়ায় এনটিআরসি সুপারিশকৃত কলেজ,স্কুল ও মাদ্রাসা নব যোগদানকৃত শতাধিক শিক্ষকদের সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে কলেজ,মাদ্রাসা ও স্কুল পর্যায়ের সকল সংগঠনের উদ্যোগে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
গুলবাহার আশেক আলী খান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক আলাউদ্দিন সোহাগের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি শহীদ উল্যাহ পাটওয়ারী,কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেন,শ্রীরামুর মোহাম্মদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম মজুমদার,আশ্রাফপুর গনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলী আক্কাছ সরকার,মেঘদাইর তাহেরিয়া ফাজিলা মাদ্রাসার অধ্যক্ষ একেএম গোলাম মোস্তফা,চাঁদপুর এমএ খালেক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেন ও আলমগীর তালুকদার,শাহ নেয়াতমত শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অ্যাড. মো. ইলিয়াছ মিয়া,শ্রীরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার কর,রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী ও তেতৈয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম পাটওয়ারী। নবযোগদানকৃত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, মো. মহিউদ্দিন ও নাছরিন আক্তার বৃষ্টি। এসময় নব যোগদানকৃত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করা হয়।
কচুয়া: কচুয়ায় নব যোগদানকৃত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলী আশ্রাফ খান।