রক্তের বন্ধন সমাজ কল্যাণ পরিষদ’ হবিগঞ্জ জেলার জনপ্রিয় বিদ্যাপীঠ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ২০০৭ ব্যাচ কর্তৃক পরিচালিত এক ধরণের স্বেচ্ছাসেবী সংগঠন। এ সংগঠনটির প্রতিষ্ঠা হয় ২০১৯ সালের ১লা জানুয়ারি, অস্থায়ী কার্যালয় হবিগঞ্জের নজির মার্কেট (২য় তলা)। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সভাপতি মোঃ ইফতেখার তালুকদার তারেক এবং সাধারণ সম্পাদক শেখ শামস্ সানান।
২০১৯ সালের ১৪ই এপ্রিল পহেলা বৈশাখে হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজ প্রাঙ্গণে বিনামূল্যে ৩০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে আত্মপ্রাকাশ করে এ সংগঠনটি। করোনাকালীন সময়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে শহরজুড়ে লিফলেট ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও লকডাউনকালীন সময় তারা বিপর্যস্ত গরীব অসহায় মানুষদের জন্য নিজেদের অর্থায়নে দুই দফায় প্রায় দুই শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করে। সংগঠনের ডাক্তারদের সমন্বয়ে বিনামূল্যে অনলাইন জরুরি চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করা হয় এবং হবিগঞ্জে অক্সিজেন সংকট নিরসনে উদ্যোগ গ্রহণ করে। গত দুই বছরে হবিগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে শীতার্থ মানুষদের মাঝে সংগঠনের নিজস্ব অর্থায়নে দুই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।
এছাড়াও বিভিন্ন জাতীয় দিবস পালন এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এ সংগঠনটি।
২০২১ সালের ৩১ ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে সংগঠন এর নতুন কার্যকরী কমিটি-২০২২ এর সভাপতি হিসেবে নির্বাচিত হন ডাঃ রাজীব দাস, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুহিত চৌধুরী এবং কোষাধ্যক্ষ তানজিল বিন তাহির। এরপর এ ৩ জন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। গত ২০ জানুয়ারি নতুন কার্যকরী কমিটির অনুমোদন দেন নির্বাচিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক। কমিটির সভাপতি সংগঠনের কার্যক্রম এ ধারাবাহিকতায় অব্যহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
তথ্যসূত্রঃ ডাঃ রাজীব দাস(সভাপতি, রক্তের বন্ধন সমাজ কল্যাণ পরিষদ)