হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে আল-আরাফাহ্ ইসলামী এজেন্ট ব্যাংকে চুরির ঘটনা ঘটেছে। তবে ব্যাংকে কোন সিসি ক্যামেরা লাগানো ছিল না।
এজেন্ট ব্যাংকের সত্ত্বাধিকারী মনির হোসেন ও বিভিন্ন কর্মকর্তারা জানান, বুধবার রাতে এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ব্যাংকে এসে দরজা ভাঙ্গা দেখা যায়। পরে ক্যাশে থাকা প্রায় ২লক্ষ ৮হাজার ৪৫৭ টাকা চোরচক্র নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ, অফিসার ইনচার্জ হারুনর রশীদ, ওসি তদন্ত ইব্রাহিম খলিলসহ পিবাআই ও ডিবি পুলিশের একটি টিম।
অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ দৈনিক বাংলার অধিকার কে জানান-, চুরির ঘটনায় পুলিশের একাধিক টিম কাজ করছে। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যে চোরচক্রকে ধরে আইনের আওতায় নিয়ে আসা যাবে। ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে জড়িতদের আরও বেশি সতর্ক হওয়ারও পরামর্শ দেন তিনি।
এ ব্যাপারে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, আমরা চুরির অভিযোগের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরচক্রকে আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।