হবিগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে ইংরেজি বিভাগের ভাবমূর্তি উন্নয়ন ও ছাত্রছাত্রীদের কল্যাণে ইংরেজি বিভাগ এলামনাই এসোসিয়েশন গঠন করা হয়েছে। গত ০১ জানুয়ারি এসোসিয়েশন অনুমোদন করা হয়।
২৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, ৫জন আজীবন সদস্য, ৫০ জন সাধারণ সদস্য এবং ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জনাব জিয়া আরেফিন আজাদকে প্রধান উপদেষ্টা করে ৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। উপদেষ্টা পরিষদের অন্যান্য সম্মানিত সদস্যরা হলেন সহযোগী অধ্যাপক হায়াত মাহমুদ রাসেল, সহকারী অধ্যাপক প্রদীপ কুমার রায়, প্রভাষক ফারজানা বেগম জনি, বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী, মোঃ শাহিন মিয়া, গোলাম নায়মূল ভূইয়া।
গত ০২ অক্টোবর, ২০২১ বৃন্দাবন সরকারি কলেজের ০২ নং কক্ষে ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের আহ্বানে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে সদ্য বিদায়ী ০৮ টি ব্যাচের প্রতিনিধি নিয়ে ৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহ্বায়ক কমিটি বিভিন্ন সভার মধ্যেমে এসোসিয়েশন গঠনের লক্ষ্যে উপদেষ্টা পরিষদ গঠন, কার্যনির্বাহী কমিটি গঠন, গঠনতন্ত্র প্রণয়ন, আজীবন ও সাধারণ সদস্য সংগ্রহ এবং তহবিল গঠনের কাজ করে। আহ্বায়ক কমিটির প্রস্তাবে উপদেষ্টা পরিষদের সুপারিশে প্রধান উপদেষ্টা এই কমিটি অনুমোদন করেন। সদস্য সংগ্রহ এখনো চলমান আছে।
তথ্যসূত্রঃ মোঃ ইফতেখার তরফদার তারেক